যুদ্ধে নজর রাখতে ইউক্রেন যাবে দ. কোরীয় প্রতিনিধি দল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের তৎপরতার ওপর নজর রাখতে ইউক্রেনে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া।

সেই তৎপরতা বিচার-বিশ্লেষণ করে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে দেশটি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস থেকে জানানো হয়েছে, রাশিয়ার হয়ে ইউক্রেনে উত্তর কোরিয়ার যুদ্ধরত সৈন্যদের ওপর নজর রাখতে ইউক্রেনে একটি প্রতিনিধি দল পাঠানোর কথা বিবেচনা করছে দক্ষিণ কোরিয়া।

উত্তর কোরিয়ার সৈন্যরা ফ্রন্টলাইনে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা রাশিয়ায় কী ধরনের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করছে, তার প্রভাব দক্ষিণ কোরিয়ার ওপর কীভাবে পড়তে পারে, সে বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল নজর রাখবে। সেই পর্যবেক্ষণে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, অন্তত ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য রাশিয়ায় গেছে। এর মধ্যে ৩ হাজার সৈন্য ফ্রন্টলাইনে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিচ্ছ।

এর মাধ্যমে কীভাবে প্রতিপক্ষের সঙ্গে লড়তে হয়, তা সরাসরি অভিজ্ঞতা অর্জন করবে উত্তর কোরিয়ার সৈন্যরা। এটা দক্ষিণ কোরিয়ার জন্য হুমকি।

এদিকে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণকে নিন্দা জানিয়েছে ইউক্রেনের পাশ্চাত্য সহযোগী দেশগুলি।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঊর্ধ্বতন এক সহযোগী উত্তর কোরিয়া সফর করেন এবং তার সফরের পর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন হুয়ি বর্তমানে রাশিয়া অবস্থান করছে। তারা পাশ্চাত্যের সমালোচনার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ওয়াশিংটন জানায়, উত্তর কোরিয়ার সৈন্যরা কুর্স্ক অঞ্চলে রাশিয়ার হয়ে ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করছে।