ইসরায়েল যাচ্ছেন মার্কিন দুই উপদেষ্টা, আলোচনায় যুদ্ধবিরতি

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-30 14:03:21

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করতে আজ ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা। এ দুই কর্মকর্তা হলেন ব্রেট ম্যাকগার্ক ও আমোস হোচস্টেইন।  

বুধবার (৩০ অক্টোবর) টাইমস অফ ইসরায়েলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

আল জাজিরা জানায়, লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন বাইডেন প্রশাসনের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা।

এ বৈঠকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য হোয়াইট হাউসের সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্ক এবং মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করার সম্ভাবনা উত্থাপন করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮৭ জন। এছাড়া ১২ হাজার ৭৭২ জন লেবানিজ নাগরিক আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন দেশটির ৮৫ শতাংশ মানুষ।

এ সম্পর্কিত আরও খবর