শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-16 09:02:24

পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৫ নভেম্বর) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটির উপকূলীয় অঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির ইস্ট নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কোকোপো শহর থেকে প্রায় ১১২ কিমি দূরে ভূপৃষ্ঠের ৫২.৪ কিলোমিটার (৩২.৫ মাইল) গভীরতায় ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে । ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে দেশটিতে আপাতত সুনামির আশঙ্কা নেই।

এর আগে গত রোববার (১০ নভেম্বর) ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কিউবাতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায় দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের ঘটনা বেশ সাধারণ। এই দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে ভূমিকম্পের ক্রিয়াকলাপের জন্য এই অঞ্চলটি একটি হটস্পট।

এ সম্পর্কিত আরও খবর