চীনে বহুতল ভবনে আগুন লেগে ৭ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনে বহুতল একটি ভবনে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

শনিবার (১৬ নভেম্বর) চীনের বার্তাসংস্থা জিনহুয়ার বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি (এএ) এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, কাউন্টির পাবলিসিটি ডিপার্টমেন্ট জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টায় চীনের মধ্য প্রদেশ হুনানের সাংঝি কাউন্টির ঝাংজিয়াজায়ি শহরের ৫তলা একটি ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। এতে দগ্ধ হয়ে ৭ জন নিহত হয়েছেন।

এ ঘটনার পর তদন্ত কাজ শরু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে আগুন লাগার ঘটনা তেমন একটা বিরল কিছু নয়। এর আগে অক্টোবর মাসে কেন্দ্রীয় আনহু প্রদেশের হুইনান শহরে আগুনে দগ্ধ হয়ে ৭ জন মারা যান। তার আগে জানুয়ারি মাসে জিয়াংজি প্রদেশের জিনউ শহরে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।