আবারও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-18 15:43:20

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিণী অমরাসুরিয়াকে পুনরায় নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে।

সোমবার (১৮ নভেম্বর) তাকে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রবীণ রাজনীতিক বিজিথা হেরাথকে নিয়োগ দেওয়া হয়েছে।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন হরিণী অমরাসুরিয়া। তিনি চার বছর আগে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়ে তার সক্রিয়তার জন্য পরিচিত।

অমরাসুরিয়া (অমরসূর্য) দেশটির ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী।

রাজনীতির পাশাপাশি তিনি একজন অধিকার কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সিনিয়র শিক্ষক হিসেবে শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল স্টাডিজ বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন।

অমরাসুরিয়া লিঙ্গ সমতা, সংখ্যালঘু অধিকারের, বেকারত্ব নিরসন, শিশু সুরক্ষা ও দেশের শিক্ষা ব্যবস্থার সংক্রান্ত তৎপরতায় সক্রিয় ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার সাধারণ নির্বাচনে ২২৯ আসনের মধ্যে অনূঢ়ার বামপন্থী জোট ১৫৯টি আসন পেয়েছে। আজ সোমবার শপথগ্রহণ অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন অনূঢ়া কুমার দিশানায়েকে। তবে তিনি নতুন কোনো অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেননি।

দিশানায়েকে বলেন, সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদে জয়ী হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি নিজে যেভাবে পরিচালনা করেছেন সেভাবেই পরিচালনা করবেন।

এ সম্পর্কিত আরও খবর