গাজায় ইসরায়েলের গণহত্যার তদন্তের আহ্বান পোপের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গণহত্যার তদন্তের আহ্বান পোপের/ছবি: সংগৃহীত

গণহত্যার তদন্তের আহ্বান পোপের/ছবি: সংগৃহীত

২০২৩ সালের অক্টোবর থেকে এক বছরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা সংঘটিত করেছে, সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন ভ্যাটিকেনভিত্তিক ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস।

এ জন্য তিনি জুরিস্ট এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এক তদন্ত কমিটি গঠনের জন্যও আহ্বান জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস এই প্রথমবারের মতো এ বিষয়ে কোনো মন্তব্য করেন।

বিজ্ঞাপন

পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকারভিত্তিক একটি বইয়ের প্রকাশনার সংক্ষিপ্তাসার প্রকাশ হলে এ তথ্য জানা যায়।

রোববার (১৭ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাস চালালে অন্তত ১ হাজার ২শ ইসরায়েলি নিহত হন। অপরদিকে, ১ বছরে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৫ সালে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোনটিফের ৫০তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি বই প্রকাশিত হবে। এ বইটির নাম রাখা হয়েছে- ‘হোপ নেভার ডিসপোয়েন্টস. পিলগ্রামস টোয়ার্ডস এ বেটার ওয়ার্ল্ড’। পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকারভিত্তিক এ বইটি লিখেছেন- হারনান রয়েস অ্যালকেইড।

রোববার বইটির সংক্ষিপ্তাসার নিয়ে ইতালির দৈনিক লা স্টাম্পা একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

২০২৩ সালে পোপ ফ্রান্সিস হামাসের হাতে ইসরায়েলি এবং ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনি জিম্মিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন। এই বইতে ভুক্তভোগীদের দুঃখকষ্ট ও ভোগান্তি নিয়ে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে।