গাজায় ইসরায়েলের গণহত্যার তদন্তের আহ্বান পোপের
২০২৩ সালের অক্টোবর থেকে এক বছরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা সংঘটিত করেছে, সে বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন ভ্যাটিকেনভিত্তিক ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস।
এ জন্য তিনি জুরিস্ট এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত এক তদন্ত কমিটি গঠনের জন্যও আহ্বান জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস এই প্রথমবারের মতো এ বিষয়ে কোনো মন্তব্য করেন।
পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকারভিত্তিক একটি বইয়ের প্রকাশনার সংক্ষিপ্তাসার প্রকাশ হলে এ তথ্য জানা যায়।
রোববার (১৭ নভেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।
খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাস চালালে অন্তত ১ হাজার ২শ ইসরায়েলি নিহত হন। অপরদিকে, ১ বছরে হামাস ও ইসরায়েলের মধ্যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২০২৫ সালে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোনটিফের ৫০তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি বই প্রকাশিত হবে। এ বইটির নাম রাখা হয়েছে- ‘হোপ নেভার ডিসপোয়েন্টস. পিলগ্রামস টোয়ার্ডস এ বেটার ওয়ার্ল্ড’। পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকারভিত্তিক এ বইটি লিখেছেন- হারনান রয়েস অ্যালকেইড।
রোববার বইটির সংক্ষিপ্তাসার নিয়ে ইতালির দৈনিক লা স্টাম্পা একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
২০২৩ সালে পোপ ফ্রান্সিস হামাসের হাতে ইসরায়েলি এবং ইসরায়েলিদের হাতে ফিলিস্তিনি জিম্মিদের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন। এই বইতে ভুক্তভোগীদের দুঃখকষ্ট ও ভোগান্তি নিয়ে পোপ ফ্রান্সিসের সাক্ষাৎকার অন্তর্ভুক্ত হয়েছে।