ইউক্রেনের দুই অঞ্চলে রাশিয়ার হামলায় ১২ জন নিহত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-07 11:25:20

ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশু। 

শুক্রবার (৬ ডিসেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।  সংখ্যা অন্তত ১০ জনে দাঁড়িয়েছে।

দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলের স্থানীয় গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, শুক্রবারের রাশিয়া এ হামলা চালায়। এতে একটি গাড়ির গ্যারেজ এবং সার্ভিস স্টেশনে আগুন লেগে যায়। এই হামলায় ১২ জন নিহত হয়েছেন। চার ও ১১ বছর বয়সী দুই শিশুসহ আহত হয়েছেন ১৬ জন।

তিনি টেলিগ্রামে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায় অঞ্চলটির একটি রাস্তায় ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।  

শুক্রবার রাশিয়ান সামরিক বাহিনী মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরেও হামলা চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর। এতে দুইজন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় জরুরী পরিষেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় এক শিশু সহ কমপক্ষে ১৬ জন আহত হয়েছে।

এ হামলা এমন সময়ে করা হলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের রাজধানী মিনস্কে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।

পুতিন বলেছেন, আগামী বছরের দ্বিতীয়ার্ধে বেলারুশের ভূখণ্ডে ওরেশনিকের মতো ভয়ঙ্কর অস্ত্র মোতায়েন করা হবে।

এদিকে যে কোন উপায়ে নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেনের পশ্চিমা মিত্রদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত হানা ‘ওরেসনিক’ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি ‘গুরুত্ব সহকারে’ ভাবতে বলেছেন। প্রেসিডেন্ট পুতিনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ওই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশগুণ বেশি গতিতে আঘাত হানতে সক্ষম।

রাশিয়ার হাইপারসোনিক ব্যবহারকে পাগলামি হিসাবে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

এ সম্পর্কিত আরও খবর