আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন জাস্টিন ট্রুডো

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-09 03:56:57

সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দামেস্কে দখল করার পর, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে এবং এর ফলে ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়। আল-আসাদ সরকারের পতনের খবরে শোরগোল পড়ে গেছে গোটা বিশ্বে।

সিরিয়ায় বাশার রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে স্বৈরশাসক আসাদ রাশিয়ায় পরিবারসহ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এবার আসাদ সরকারের পতনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মাজিক মাধ্যম এক্সে ট্রুডো বলেন, আসাদের একনায়কত্বের পতনের ফলে কয়েক দশকের নির্মম নিপীড়নের অবসান ঘটেছে। সিরিয়ায় সন্ত্রাসবাদ এবং দুর্ভোগমুক্ত একটি নতুন অধ্যায় এখানে শুরু হতে পারে।

কানাডা এই পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা মানবাধিকারের জন্য শৃঙ্খলা, স্থিতিশীলতা ও সম্মানে নিশ্চিতের আহ্বান জানাই।

এর আগে রোববার বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখলে নেয়ার ঘোষণা দেয়ার পর দেশ ছাড়েন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের বাসভবন ত্যাগ করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিমানে করে পালিয়ে যান তিনি। সবশেষ তথ্য অনুযায়ী, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর