লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন

লেবাননের প্রেসিডেন্ট হলেন সেনাপ্রধান জোসেফ আউন

পার্লামেন্টে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষে লেবাননের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সেনাপধান জোসেফ আউন। এর মধ্যে দিয়ে ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন দেশ পরিচালনার ইতি ঘটল। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচিত হন জোসেফ। সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে পেরে উল্লাসে ফেটে পড়েন পার্লামেন্ট সদস্যরা।

বিজ্ঞাপন

লেবাননের নতুন নেতা নির্বাচিত হওয়ার জন্য আউনের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৬৫টি ভোটের প্রয়োজন ছিল।

এর আগে প্রথম পর্যায়ের ভোটে ১২৮টি সংসদীয় আসনের মধ্যে দুই তৃতীয়াংশ ভোট না পাওয়ার কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। প্রথম পর্যায়ে তিনি ৭১টি ভোট পেয়েছিলেন। প্রয়োজন ছিল ৮৬টি ভোট কিন্তু। কিন্তু ওই সময়ে তিনি ১৫টি ভোট পেতে ব্যর্থ হন।

বিজ্ঞাপন

ভূমধ্যসাগরীয় দেশ লেবানন ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট বিহীন চলছিল। এর আগে প্রেসিডেন্ট ছিলেন মাইকেল আউন।

গত বছর লেবাননে ইরান সমর্থিত লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় যুদ্ধবিরিতেতে পৌঁছায়। অন্যদিকে ডিসেম্বের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন ঘটে। এ অবস্থায় লেবাননে ক্ষমতার ভারসাম্যের দরকার ছিল। এছাড়া দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে সৌদি আরবের প্রভাবও পুনর্জাগরণের ঘটনাকে নির্দেশ করে। কারণে ইরান ও হিজবুল্লাহ’র প্রভাবের ফলে দেশটিতে সৌদি আরব অনেক আগে থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে।

সূত্র: আল জাজিরা