ভিসা ছাড়া থাইল্যান্ডে ৩০ দিনের বেশি থাকা যাবে না

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-18 15:45:36

বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা থাইল্যান্ডে ভিসা ছাড়া ৩০ দিনের বেশি অবস্থান করতে পারবে না বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস। এ নিয়ম আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলেও জানানো হয়। 

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার রয়েল থাই এম্বাসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি সরকারী পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ৩০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না। আগামী ১৯ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে।


এদিকে গত সোমবার (১৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ঢাকার রয়েল থাই এম্বাসি জানিয়েছে, আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া ২ জানুয়ারি ২০২৫ থেকে বাংলাদেশিদের ই-ভিসা দিবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থাপনায় ভিসা ইস্যু হলে সেটি ই-মেইলে পাঠানো হবে। ভিসার কাগজটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে থাইল্যান্ডে প্রবেশের সময় ইমিগ্রেশনের প্রয়োজনে।

বর্তমানে যে ৪টি ভিসা সেন্টার চালু রয়েছে সেগুলো আগামী ২৪ ডিসেম্বর থেকে আবেদন নেওয়া বন্ধ করে দিবে। 

এ সম্পর্কিত আরও খবর