রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান হত্যা, দায় স্বীকার ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান হত্যা, দায় স্বীকার ইউক্রেনের

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান হত্যা, দায় স্বীকার ইউক্রেনের

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে ইউক্রেন। এ ঘটনায় কিরিলভের সহকারীও নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

কিয়েভের সূত্র বলছে, ইউক্রেন মঙ্গলবার সকালে মস্কোতে বিস্ফোরণে মারা যাওয়া একজন রাশিয়ান জেনারেলকে হত্যা করেছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, একটি বৈদ্যুতিক স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্টের বাইরে তিনি নিহত হন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একটি ভবনের প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) কিরিলোভকে ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়

রাশিয়ার রাসায়নিক অস্ত্র ব্যবহারে তার ভূমিকার জন্য কিরিলোভকে ইতিমধ্যেই যুক্তরাজ্য এবং অন্যরা অনুমোদন দিয়েছে।

বোমাটি দূর থেকে চালিত হয়েছিল, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে - ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলিতে হ্যান্ডেলবার সহ একটি স্কুটার দেখা যাচ্ছে আপাতদৃষ্টিতে উড়িয়ে দেওয়া হয়েছে