পাঁচ দশকের রেকর্ড ঠান্ডা কাশ্মীরে, জমে গেছে ডাল লেক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-22 12:21:28

কনকনে ঠান্ডায় কাঁপছে জম্মু ও কাশ্মীর। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। গত পাঁচ দশকে সর্বোচ্চ ঠান্ডা পড়েছে কাশ্মীরে। তীব্র ঠান্ডায় জমে গেছে ডাল লেকের পানি।

শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, তীব্র ঠান্ডায় জমে গেছে কাশ্মীরের অন্যতম পর্যটন আকর্ষণ ডাল লেক। বরফের চাদরে ঢাকা এ লেকে বাধার মুখে পড়ছে নৌকা চলাচল। হিমাঙ্গের নিচে তাপমাত্রা প্রতিদিনই রেকর্ড ভাঙছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, পারদের কাঁটা আরও নামবে এবং সেইসঙ্গে তুষারপাত হবে ৷

স্থানীয় এক বাসিন্দা বলেন, আজ (রোববার) সকালে খুবই ঠান্ডা পড়েছে এবং দেখতে পাচ্ছি ডাল লেক জমে গেছে। আজকের তাপমাত্রা মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

শুধু লেকই নয়, প্রবল ঠান্ডার কবলে পড়ে অঞ্চলটির বিভিন্ন এলাকার পাইপ লাইনের পানি, এমনকি মোটরও জমে গেছে। এতে স্বাভাবিক পানি সরবরাহে জটিলতা দেখা দিয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ জানায়, কাশ্মীরে শীতের প্রকোপ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত থাকবে। প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

এদিকে গত শনিবার থেকেই কাশ্মীরে শুরু হয়েছে ৪০-দিনব্যাপী 'চিল্লাই কালান' এর। প্রতি বছর ২১ ডিসেম্বরে থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত এই ৪০ দিনকে কাশ্মীরের স্থানীয়রা চিল্লাই কালান বলে অভিহিত করেন ৷ এই সময়টাতে কাশ্মীরে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়।

এছাড়াও হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আজ রোববার হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, সিকিম ও বিহারে গভীর রাতে এবং ভোরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী দুই দিন সন্ধ্যা এবং রাতের সময় ধোঁয়াশা এবং কুয়াশা থাকতে পারে।

এ সম্পর্কিত আরও খবর