শক্তিশালী ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ভানুয়াতু

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-22 13:24:53

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ভানুয়াতুতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পাঁচ দিনের ব্যবধানে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুতে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬ দশমিক ১। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার দ্বীপরাষ্ট্রটিতে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ১২ জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ২০০ জন।

এ সম্পর্কিত আরও খবর