ট্রাম্পের হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-02 16:19:57

নেভাদার লাস ভেগাসে ট্রাম্পের হোটেলের সামনে টেসলার একটি সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঐ সাইবার ট্রাকের চালক নিহত এবং ৭জন আহত হয়েছে। পুলিশ এখনও জড়িত কারও নাম প্রকাশ করেনি। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিবিসি’তে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে আরও বলা হয়, ট্রাকটি কলোরাডোতে ভাড়া করা হয়েছিল এবং বিস্ফোরণের দুই ঘণ্টা আগে বুধবার সকালে শহরে পৌঁছেছিল। ট্রাম্পের হোটেলের সামনে একটি কাঁচের প্রবেশপথের কাছে গাড়িটি পার্ক করা ছিল। প্রথমে গাড়িটি থেকে ধোঁয়া ছাড়তে শুরু করে, তারপর বিস্ফোরিত হয়।

এ ঘটনায় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, হোয়াইট হাউস ঘটনাটির তদন্ত করছে। এই ঘটনাটি নিউ অরলিন্সে হামলার সাথে কোনও সংযোগ আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। নিউ অরলিন্সে হামলায় নববর্ষের দিন ১৫ জন নিহত হয়েছিল।

ট্রাকটি বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে ট্রাকটিকে হোটেলের প্রবেশপথের সামনে দাঁড় করানো দেখা গেছে। বিস্ফোরণের আগে ট্রাকটি কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছিল।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিউ অরলিন্সের ঘটনার সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হোটেলটির মালিকের সাথে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে কিনা তাও তারা তদন্ত করছেন।

এফবিআই আরও বলেছে, এজেন্সি ঘটনাটি সন্ত্রাসবাদের কাজ হতে পারে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কর্তৃপক্ষ গাড়িতে মারা যাওয়া ড্রাইভারের পরিচয় নিশ্চিত করেনি। এছাড়া ঘটনাটি আইএসের সাথে সম্পর্কিত কিনা এমন কোন প্রমাণ তারা এখনও পর্যন্ত পায়নি।

এ সম্পর্কিত আরও খবর