মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাসকো রাজ্যের রাজধানী ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে।

সোমবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে। বন্দুকধারীর গুলিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাসিতা আজুল পানশালায় বন্দুকধারীরা ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

বিজ্ঞাপন

তাবাসকো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে সেখানে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন। এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি পানশালায় হামলায় ১০ জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরও ছয়জন নিহত হন।

এছাড়া ২০০৬ সালে বিতর্কিত মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে মেক্সিকোতে সাড়ে চার লাখের বেশি মানুষ নিহত হয়েছে।