মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কাউনসেল (আইন উপদেষ্টা) জ্যাক স্মিথ।
রোববার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১০ জানুয়ারি) জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলা তদন্তের জন্য বিশেষ কাউন্সেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন জ্যাক স্মিথ। একটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সঞ্চয়ের অভিযোগ। আর অন্যটি ছিল ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা। এই দুটি মামলার পর ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হয়েছিল।
কিন্তু ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।
প্রেসিডেন্ট নির্বাচিত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার সুবাদে ট্রাম্পের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ হয়ে যায়।