লস অ্যাঞ্জেলসে দাবানল শুরুর আগে ও পরের চিত্র

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে ১৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা জানা যায়নি। এরই মধ্যে আবারও তীব্র বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলের ঠিক উত্তরে মঙ্গলবার শুরু হওয়া দাবানলে কয়েক হাজার একর জমি এবং ১২ হাজারেরও বেশি ঘর-বাড়ি পুড়ে গেছে।

বিজ্ঞাপন

বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে।

স্যাটেলাইটে ওঠে আসা ভয়াবহ দাবানলের বেশকিছু ছবি প্রকাশ করেছে আল জাজিরা। মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমের পাঠকদের জন্য ছবিগুলো নিম্নে তুলে ধরা হলো:

বিজ্ঞাপন

১।

ক্যালিফোর্নিয়ার আলটাডেনায় ইটন ফায়ারের আগের ও পরের দৃশ্য। ছবিঃ এএফপি
 

২।

প্যাসিফিক কোস্ট হাইওয়ে, প্যালিসেডস ফায়ারের আগে এবং পরে। ছবিঃ এএফপি

৩।

আলটাডেনার লিঙ্কন অ্যাভিনিউর আগে ও পরের চিত্র। ছবিঃ এএফপি

৪।

আলটাডেনায় পুড়ে যাওয়া ভবনের আগে ও পরের চিত্র। ছবিঃ এএফপি

৫।

আলটাডেনার লোমা আল্টা ড্রাইভ এলাকায়। ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলোর আগে ও পরের চিত্র। ছবিঃ এএফপি

৬।

লস অ্যাঞ্জেলেসের এনকিনো বিভাগ থেকে প্যালিসেডসে দাবানলের ধোঁয়া ওপরে ওঠতে দেখা যায়। ছবিঃ এএফপি

৭।

লস অ্যাঞ্জেলেসের এনসিনো জলাধারের দক্ষিণে প্যালিসেডসে আগুন জ্বলছে। ছবিঃ এএফপি

৮।

একজন ফায়ারকর্মী ম্যান্ডেভিল ক্যানিয়নে প্যালিসেডসের দাবানল নিভানোর চেষ্টা করছেন। ছবিঃ এএফপি