বিধ্বংসী দাবানলকে উস্কে দিচ্ছে শক্তিশালী বাতাস

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-14 09:00:52

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রচণ্ড বাতাসের কারণে দাবানলের আগুন ছড়িয়ে পড়ছে নতুন নতুন এলাকায়। দাবানলে ইতোমধ্যে নজিরবিহীন ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এলাকাটি। লস অ্যাঞ্জেলেসের ১০ হাজারের বেশি বাড়িঘর, স্থাপনা ইতোমধ্যে ছাই হয়ে গেছে।

দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। লস অ্যাঞ্জেলেস থেকে এক লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। ৮৭ হাজার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। দাবানল এখন পর্যন্ত ৬০ বর্গমাইলের বেশি এলাকায় ছড়িয়েছে, যা আকারে ফ্রান্সের রাজধানী প্যারিসের চেয়েও বিস্তৃত। আন্তর্জাতিক গণমাধমগুলোর বরাতে এসব তথ্য পাওয়া গেছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ হতে যাচ্ছে এই দাবানল। এতে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। এখনো কয়েক ডজন মানুষ নিখোঁজ আছেন।

এ পরিস্থিতিতে মার্কিন আবহাওয়া বিভাগ আরও ভয়াবহ পরিস্থিতির বার্তা দিয়েছে। যে বাতাসের কারণে এ আগুন ছড়িয়ে পড়ে, সে-ই ‘সান্তা আনা’র তীব্রতা আবারও বাড়তে পারে। এতে দাবানল আরও বেশি বিধ্বংসী হয়ে উঠতে পারে।

সোমবার (১৩ জানুয়ারি) লস অ্যাঞ্জেলেসে দায়িত্বরত মার্কিন অগ্নিনির্বাপণ বিভাগের শীর্ষ কর্মকর্তা ডেভিড অ্যাকুনা বলেন, জাতীয় আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী, ‘চরম জটিল’ আবহাওয়া আগুন আরও ছড়িয়ে দিতে পারে। পুরো অঞ্চলের মানুষকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ক্যালিফোর্নিয়ার অন্তত ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, লস অ্যাঞ্জেলেসে উপকূলের প্যাসিফিক প্যালিসেডস এলাকার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। হলিউডসহ বিভিন্ন এলাকায় অনেক চলচ্চিত্র তারকার বাড়িঘর পুড়েছে। তারা অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর