পদত্যাগ করেছেন টিউলিপ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-14 23:20:11

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন।

টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি ব্রিটিশ সরকারের দুর্নীতিবিরোধী মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাৎ এবং লন্ডনে একটি ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি।

এদিকে টিউলিপ সিদ্দিকী তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে লিখেছেন, একটি নিরপক্ষ তদন্ত নিশ্চিত করেছে আমি মন্ত্রীর হিসেবে কোনো অনিয়ম করিনি। আমি নৈতিকতা বর্হিভূত কাজ করেছি তার কোনও প্রমাণ নেই। তবুও, সরকারকে বিব্রত না করতে, আমি নগর মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আমার পূর্ণাঙ্গ চিঠি এখানে দেওয়া হলো।'

এ সম্পর্কিত আরও খবর