ইরানে বিক্ষোভ উস্কে দেয়ার অভিযোগের তীর যুক্তরাষ্ট্রের দিকে

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-13 16:26:30

ইরানে গত কয়েকদিনের টানা ভয়ানক সহিংস বিক্ষোভ-সংঘাত উস্কে দেবার জন্য চিরশত্রু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের দিকে অভিযোগের তর্জনী তুলেছে খোদ ইরান। ইরানের দাবি, সকল শয়তানির কলকাঠি নেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এধরণের অপপ্রয়াস সকল আন্তর্জাতিক রীতিনীতি ও শিষ্টাচারের চরম লঙ্ঘন। এই পাঁয়তারার অংশ হিসেবেই মার্কিন প্রশাসন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে গেছে। আর স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক বিদ্বেষপূর্ণ টুইটবার্তা দিয়ে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এরকম টুইটবার্তা একের পর এক দিয়েছেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে মার্কিনবিরোধী এই প্রতিক্রিয়া প্রচারিত-প্রকাশিত হয়। এদিন দেশজুড়ে সরকারপন্থিদের বিশাল জমায়েত ও র‌্যালি অনুষ্ঠিত হয়। দেশটির প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে,  ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অস্থিতিশীল করার পাঁয়তারা হিসেবেই অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে।  ট্রাম্প প্রশাসনের গোপন মদদ ও উস্কানিতেই ষড়যন্ত্রকারীরা এমন আস্কারা পেয়েছে, দেশজুড়ে সংঘাত সহিংসতার আগুন জ্বালিয়েছে। উল্লেখ্য, টানা ছয়দিন ধরে ইরানের প্রধান প্রধান শহরগুলোতে চলা বিক্ষোভ সহিংসতায় ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বহু লোক আহত ও জখম হয়েছে। সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় স্বাভাবিক জনজীবন ও অর্থনীতির চাকা কার্যত স্থবির হয়ে পড়ে। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক তেলের বাজারে। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও পরে দ্রুতই তা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এলিট গোষ্ঠি ও সরকারের অপসারণের দাবিতে পর্যবসিত হয়। অবশ্য পরে প্রশাসনের নজিরবিহীন মারমুখী অবস্থানের কাছে প্রতিবাদকারীরা টিকতে পারেনি। এ মুহূর্তে সরকার ও সরকারপন্থিরা রাজপথ দখলে নিয়েছে। বৃহস্পতিবার সরকারপন্থিরা দেশজুড়ে ব্যাপক শো-ডাউন করেছে। ইরানে ভয়ানক প্রতিবাদ বিক্ষোভ শুরুর পরপরই ট্রাম্প তড়িঘড়ি করে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করে টুইট বার্তা দিয়ে বসেন। হোয়াইট হাউসও এ বিষয়ে বিবৃতি দেয়। প্রতিবাদ বিক্ষোভ যখন মিইয়ে আসতে শুরু করেছে, তখনই যুক্তরাষ্ট্র ‘প্রতিবাদকারীদের ব্যাপক সহযোগিতা ও সমর্থন দিতে প্রস্তুত’ বলে ট্রাম্প বুধবার নতুন এক টুইট বার্তা প্রতিবাদকারীদের আবার নতুন করে উস্কে দেবার জন্য ট্রাম্পের টুইট বার্তাই এই বিক্ষোভকে আরো ত্বরান্বিত করে। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিক্কি  হ্যালি ইরানের অভিযোগকে পুরোপুরি অর্থহীন ও হাস্যকর আখ্যা দিয়ে বলেছেন, ‘ইরানের জনগণ মুক্তির জন্য আহাজারি করছে। সবার উচিত তাদের (প্রতিবাদকারীদের) পাশে দাঁড়ানো।’

এ সম্পর্কিত আরও খবর