দ্বিতীয় দফায় চলছে ভোটগ্রহণ, বিচ্ছিন্ন সহিংসতা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 04:16:06

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। এ দফায় দেশটির ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলের মোট ৯৫টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ দফায় মোট ১৬০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেসব রাজ্যে ভোট হচ্ছে-
আসাম, বিহার, জম্মু-কাশ্মির, কর্নাটক, মহারাষ্ট্র, মনিপুর, ওডিশা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং কেন্দ্রশাসিত পদুচেরি।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। কয়েকজন হতাহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তবে সার্বিকভাবে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ আছে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশটির ১৭তম এই লোকসভা নির্বাচনে মোট সাত দফায় ভোটগ্রহণ করা হবে। ১১ ও ১৮ এপ্রিলের পর আগামী ২৩ ও ২৯ এপ্রিল এবং ৬, ১২ ও ১৯ মে বাকি দফায় ভোট গ্রহণ করা হবে। ভোটের ফল জানা যাবে আগামী ২৩ মে।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

আরও পড়ুন: দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিন জেলায় ভোট

এ সম্পর্কিত আরও খবর