যুক্তরাজ্যে উগ্রবাদীদের নিষিদ্ধ করছে ফেসবুক

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 05:35:19

যুক্তরাজ্যের বেশ কয়েকটি নাম করা ডানপন্থী গ্রুপ নিষিদ্ধ করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেন ফার্স্ট, ইংলিশ ডিফেন্স লীগ, ব্রিটিশ ন্যাশনাল পার্টি এবং এ ধরনের আরও কিছু গ্রুপ ও পেজ নিষিদ্ধ করেছে ফেসবুক।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মূলত হিংসাত্মক ও বিরোধপূর্ণ বিষয়াদি প্রকাশ করায় এসব গ্রুপগুলো নিষিদ্ধ করা হয়েছে। যেগুলোর কারণে মানুষের মধ্যে সংঘাত দেখা দিতে পারে।‘

এক বিবৃতিতে ফেসবুক পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু মানুষ ও সংস্থা ফেসবুকে বিরোধপূর্ণ বার্তা ছড়াচ্ছে। আমাদের নীতিমালা অনুযায়ী আমরা সেসব গ্রুপ নিষিদ্ধ করেছি, এবং ভবিষ্যতেও করবো। যাতে সামাজিক সাম্যতা বজায় থাকে।

উগ্রবাদী এই গ্রুপগুলোর বিরুদ্ধে আগের তুলনায় বেশি সোচ্চার ফেসবুক। শুধু তাই নয়, এই গ্রুপগুলোকে যারা সাপোর্ট করবে তাদেরকেও নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

তবে এই গ্রুপগুলোর বিরুদ্ধে শুধু ফেসবুক নয় অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও কঠোর অবস্থান নিয়েছে। ইউটিউব এ ধরনের ভিডিও প্রচারে সীমাবদ্ধতা বজায় রাখছে।

এ সম্পর্কিত আরও খবর