‘মোদি কাজ করেন ১৮ ঘণ্টা, রাহুল ছুটিতে হারিয়ে যান’

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 03:11:02

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮ ঘণ্টা কাজ করেন। আর কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রতি দুই-তিন মাস পর পর ছুটিতে যান। ছুটিতে গিয়ে হারিয়ে যান।’

শনিবার (২৭ এপ্রিল) ঝাড়খণ্ডে লোকসভা নির্বাচনের এক জনসভায় মোদি ও রাহুলের মধ্যে এ তুলনা করেন বিজেপি সভাপতি।

অমিত শাহ বলেন, ‘গুজরাটে আমি বিশ বছর ধরে মোদিজির সঙ্গে কাজ করছি। তিনি একদিনও ছুটির জন্য ব্যয় করেন না। এমনকি নিজের সাপ্তাহিক ছুটির দিনেও তিনি কাজ করেন।’

‘অন্যদিকে, রাহুল বাবা আছেন, যিনি প্রতি দুই-তিন পর পর ছুটি নিয়ে বিদেশে চলে যান। তার কোনোও খোঁজ পাওয়া যায় না। তার দলের নেতৃবৃন্দ, কর্মী ও এমনকি নিজের মাকেও এজন্য চিন্তিত রেখেছিলেন।’

অমিত শাহ দাবি করেন, কংগ্রেস তার মেয়াদে পাকিস্তানকে যথাযথ উত্তর দেয়নি। কংগ্রেস ক্ষমতায় থাকার সময় পাকিস্তানি সৈন্যরা ভারতের সেনা হেমরাজের দেহ নষ্ট করেছিল, তাকে অপমানিত করে লাঞ্ছিত করে অসম্মানিত করেছিল। তবুও ইউপিএ কিছুই করেনি। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং নীরব ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর