আসামে ট্রেনের ধাক্কায় ৬ হাতির মৃত্যু

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-25 22:11:40

ভারতের আসামে দ্রুতগতির ট্রেনে ধাক্কায় এক শাবকসহ ৬ হাতির মৃত্যু হয়েছে। আসামের সোনিতপুর জেলার বালিপাড়া এলাকায় স্থানীয় সময় শনিবার রাত ১টা নাগাদ লাইন পার করার সময় গুয়াহাটি-নাহারলাগুন এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় হাতিগুলোর। আসামের বনবিভাগ জানিয়েছে, গত কয়েক বছরে সোনিতপুর এলাকায় জঙ্গল কেটে বসতি স্থাপন হয়েছে দীর্ঘ এলাকাজুড়ে। নষ্ট হয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের বসবাসের পরিবেশ। ফলে, তারা জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে ঢুকে হামলা চালাচ্ছে। সোনিতপুরের বালিপাড়ায় শনিবার রাতেও একটি হাতির দল রেললাইন পার করে গ্রামের দিকে যাচ্ছিল বলে ধারণা করছে বনবিভাগ। ২০১৩ সাল থেকে ২০১৬ সালের মধ্যে আসামে ১৪০টির বেশি হাতির নানা কারণে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নথিভূক্ত করা হয়েছে। সর্বশেষ হাতি সুমারি অনুসারে ভারতে ৫৬২০টি হাতি রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর