কংগ্রেসের চেয়ে দ্বিগুণ এগিয়ে বিজেপি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 06:07:09

প্রথম এক ঘণ্টার ভোট গণনায় কংগ্রেসের তুলনা দ্বিগুণের বেশি এগিয়ে রয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

এনডিটিভির সরাসরি প্রচারিত তথ্যানুযায়ী, ৫৪২ আসনের মধ্যে ২৯৭টির ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরমধ্যে বিজেপি ১৭৭ আসন পেয়েছে বিজেপি। বিপরীতে ৭৭ আসন পেয়েছে কংগ্রেস।

এদিকে বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিকেলের দিকে সম্পূর্ণ ফলাফল জানা যাবে বলে দেশটির সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

এদিকে আনন্দবাজার বলছে, এখন পর্যন্ত গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ১৭১ আসন। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জট পেয়েছে ৭৯ আসন।

এখন পর্যন্ত গণনা অনুযায়ী বলা যাচ্ছে যে ফের ক্ষমতায় আসছে ক্ষমতাসীন দল বিজেপি।

এদিকে এবারের লোকসভা নির্বাচন ৭ ধাপে অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সর্বশেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর