উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনা রাষ্ট্রপতি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 11:45:35

সর্বশেষ ১৪ বছরের মধ্যে এই প্রথম কোনো চীনা রাষ্ট্রপতি উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, আগামী বৃহস্পতিবার (২০ জুন) চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন।

এই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম।

চীনের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, চীন ও উত্তর কোরিয়া সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বৈঠকে নেতারা দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন।

দুই দেশের সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে চীনের রাষ্ট্রপতির এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

আগামী সপ্তাহে জাপানে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ করার সম্ভবনার কথাও সংবাদমাধ্যমে জানানো হয়।

এদিকে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দুইটি বৈঠক অনুষ্ঠিত হলেও দুই দেশের মধ্যে সম্পর্কের তেমন কোনো উন্নতি হয়নি।

এ সম্পর্কিত আরও খবর