নিষেধাজ্ঞা আরোপে অটল যুক্তরাষ্ট্র

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 05:35:47

যুক্তরাষ্ট্র 'শত্রুভাবাপন্ন মনোভব ও নিষেধাজ্ঞা আরোপে অটল' বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়ার জাতিসংঘের একটি প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিষেধাজ্ঞা দিতে সদা প্রস্তুত বলে পিয়ংইয়ংয়ের প্রতিনিধি দল অভিযোগ করেছে। 

সূত্র জানায়, গত দুইদিন আগে রোববার (৩০ জুন) সকালে দক্ষিণ কোরিয়া হয়ে পানমুনজামে পৌঁছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর পানমুনজামের উত্তর কোরিয়া অংশে যান ট্রাম্প। এই সফরের মাধ্যমে ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার মাটিতে পা রাখেন। 

সেখানে প্রায় এক ঘণ্টা আলোচনার পর দুটি দেশ চলমান পরমাণু দ্বন্দ্বের স্থগিতের সিদ্ধান্ত দেন ও যুক্তরাষ্ট্রকে সকল নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। 

এই সাক্ষাৎকারে কোরিয়ার প্রেসিডেন্ট  ‘ট্রাম্প ও কিমের এই সাক্ষাৎ হবে শান্তির জন্য করমর্দন' বলেও মন্তব্য করেন।

ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠকের ঠিক দুইদিন পর এমন বিরূপ মন্তব্যটি সংবাদমাধ্যমে উঠে এসেছে। এটি ছিলো তাদের মধ্যেকার তৃতীয় বৈঠক।

আরও পড়ুন,

প্রথমবারের মতো উত্তর কোরিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট 

এ সম্পর্কিত আরও খবর