তাইওয়ান-যুক্তরাষ্ট্র অস্ত্র বাণিজ্যে চীনের দ্বন্দ্ব

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 01:12:19

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ ইতোমধ্যে বিরূপ প্রভাব ফেলেছে সারাবিশ্বে। এমন সময় তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেকার দ্বন্দ্ব অন্যদিকে মোড় নিয়েছে।  

মঙ্গলবার (৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির ঘোষণার বিরোধিতা করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে অস্ত্র বিক্রির সিদ্ধান্তের ঘোষণার নিন্দা প্রকাশ করেন।    

সোমবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে। ঘোষণায় যুক্তরাষ্ট্র ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানায়, তাইওয়ানের কাছে দেড় হাজার কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রি করা হবে। অনুমোদিত অস্ত্রের ভেতরে ২৫০টি স্ট্রিঙ্গার ক্ষেপণাস্ত্রসহ আরও কিছু অস্ত্র রয়েছে।

এদিকে, তাইওয়ানের কাছে আমেরিকা যে ২২০ কোটি ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুতই বাতিল করতে হবে বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীন তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে। অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তকে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছেন তারা।

 

 

এ সম্পর্কিত আরও খবর