চীনে বন্যা: নিহত ৬১, ক্ষতিগ্রস্ত ২ কোটি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:29:04

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে শুরু হওয়া বন্যায় বন্যা ও টানা বৃষ্টিতে প্রায় দুই কোটি (২০ মিলিয়ন) মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দেশটির জরুরি অবস্থা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

এখন পর্যন্ত বন্যায় অন্তত ৬১ জন নিহত হয়েছেন। টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন ৩ লাখ ৫৬ হাজার মানুষ।

বন্যায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশে গুয়ানদং সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের চংগিং শহরের পাশের ইয়ংজিত নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরকারি তথ্য মতে, ২০ মিলিয়ন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ১.৩ মিলিয়ন (১৩ লাখ) গৃহহীন হয়ে পড়েছে। প্রায় ৬ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।

দেশটির সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে, বন্যায় প্রায় ৩৪ হাজার বাড়ি ধ্বংস হয়ে গেছে। ১.৭৬ বিলিয়ন একর জমির ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫৩.৪ বিলিয়ন ইউয়ান ক্ষতি হয়েছে।

তবে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ ও সহায়তা অব্যাহত রয়েছে বলে চীনের সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এ সম্পর্কিত আরও খবর