ভয়াবহ দাবানলে জ্বলছে পর্তুগাল

ইউরোপ, আন্তর্জাতিক

নাঈম হাসান, বার্তাটোয়েন্টিফোর.কম, পর্তুগাল থেকে | 2023-08-07 01:18:42

টানা তৃতীয় দিনের মতো দাবানলে জ্বলছে পর্তুগাল। ভয়াবহ এই দাবানলে এখন পর্যন্ত আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১ হাজার ৮০০ দমকল বাহিনী, ১৯টি হেলিকপ্টার, ১০০টি অগ্নিনির্বাপক। প্রাথমিকভাবে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিদগ্ধ একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানী লিসবনে তাকে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আটজন দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন।

রাজধানী লিসবন থেকে ২০০ কিলোমিটার দূরে সংঘঠিত হয়েছে এই দাবানল। দাবানলে কাস্টেলো ব্রাঙ্কো এলাকার একটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সে এলাকার বাসিন্দাদের।

এদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী এদুয়ার্দো কাবরিতা বলেন, ‘কাস্টেলো ব্রাঙ্কো অঞ্চলের দাবানল এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে পূর্ব প্রস্তুতির পাশাপাশি আমরা দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি।’

উদ্দেশ্যমূলকভাবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে কিনা কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেইলো ডি সওজা এক বার্তায় বলেন, ‘বীরত্বের সঙ্গে যারা দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন তাদের কাজের প্রতি সংহতি ও শ্রদ্ধা প্রকাশ করছি।’

উল্লেখ্য, ২০১৭ সালের ব্যাপক দাবানলে পর্তুগালে প্রাণ হারায় শতাধিক মানুষ। এরপর দাবানল নিয়ে সতর্ক অবস্থানে যায় পর্তুগাল। দুর্যোগ মোকাবিলায় নেওয়া হয় বেশ কিছু কার্যকরী উদ্যোগ। যার ফলে ২০১৮ সালেও ভয়াবহ দাবানল সংঘঠিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিবছর গ্রীষ্মকালীন সময়ে পর্তুগালের পার্বত্য বনাঞ্চলগুলোতে ধারাবাহিক দাবানল সংঘঠিত হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও খবর