‘আমেরিকা-পোল্যান্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চুক্তি রাশিয়ার জন্য হুমকি’

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-16 09:01:06

পোল্যান্ড আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার যে চুক্তি করেছে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। এ কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা। তিনি বৃহস্পতিবার বলেছেন, ইউরোপের সামরিক ও রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার ক্ষেত্রে এই চুক্তি একটি উপাদান হিসেবে কাজ করবে। একই সঙ্গে তিনি এ কথাও বলেছেন যে, নিজের সীমান্তকে নিরাপদ রাখার মতো ব্যবস্থা রাশিয়ার কাছে রয়েছে। পোল্যান্ডের পক্ষ থেকে কখনো হুমকি সৃষ্টি হলে রাশিয়া তা মোকাবেলা করতে পারবে। গত বুধবার আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে ৪৭৫ কোটি ডলারের চুক্তি সই করেছে পোল্যান্ড। রাশিয়ার সীমান্তবর্তী পূর্ব ইউরোপের দেশগুলোতে এ ধরনের ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে মস্কোর হুঁশিয়ারি সত্ত্বেও পোল্যান্ড এ পদক্ষেপ নিয়েছে। ভ্রাম্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে নীচু দিয়ে উড়ে যাওয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং জঙ্গিবিমান ভূপাতিত করা সম্ভব। পোল্যান্ডের দুই-তৃতীয়াংশ সামরিক সরঞ্জাম সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে সংগৃহিত। এ ছাড়া, সোভিয়েত ইউনিয়নের পতনের পর গত প্রায় তিন দশকে অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সামরিক খাতে বাজেট বরাদ্দ ছিল খুবই কম।

এ সম্পর্কিত আরও খবর