ভারতের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ করল পাকিস্তান

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 07:26:51

ভারতের সঙ্গে পাকিস্তানে চলাচলকারী সমঝোতা এক্সপ্রেসের সব শিডিউল বাতিল ঘোষণা করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের ওয়াঘা সীমান্তে সমঝোতা এক্সপ্রেস থামিয়ে যাত্রীদের ভারতে আসা আটকে দেওয়া হয়।

সূত্র জানায়, পাকিস্তানের লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর ১ টা থেকে ওয়াঘা সীমান্তে আটকা পড়েন।

ট্রেনে থাকা কর্মীরা ভারতীয় সীমান্ত পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে অস্বীকার করে। যদিও সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় কর্মীরা দাবি করেছিলেন ওই ট্রেনটিকে সীমান্ত পর্যন্ত নিয়ে এলে তারা ভারতের ভূখণ্ডে এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাবেন।

পরবর্তীতে প্রায় তিন ঘণ্টা পরে ট্রেনটি আট্টারির উদ্দেশ্যে চালিয়ে নিয়ে আসেন ভারতের রেল কর্মীরা।

এর আগে বুধবার (৭ আগস্ট) ভারতের রাষ্ট্রদূতকে ফেরত পাঠানোর কথা বলেন ইমরান খান। পাশাপাশি, নয়াদিল্লি থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠায় পাকিস্তান ।

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা উঠিয়ে নেওয়া নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। 

আরও পড়ুন, 

ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান

এ সম্পর্কিত আরও খবর