অ্যামাজনের আগুন নেভাতে জি-৭ এর সহায়তা

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:40:21

অ্যামাজনের আগুন নেভাতে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা দিতে যাচ্ছে জি-৭ (গ্রুপ অব সেভেন) ভুক্ত দেশগুলো।

অ্যামাজনের আগুন নেভানোর পদক্ষেপ সম্পর্কিত একটি চুক্তির কাছাকাছি পর্যায়ে রয়েছে বিশ্বের ক্ষমতাধর এসব দেশের নেতারা।

সোমবার (২৬ আগস্ট) জি-৭ সামিটে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য ও কানাডার সরকার প্রধানরা এক বৈঠকের মাধ্যমে এই বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য নিশ্চিত করে।

ম্যাক্রো বলেছেন, ‘আমরা চুক্তির খুব কাছাকাছি রয়েছি। অ্যামাজনের আগুন নেভাতে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে।‘

এর আগেও ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামাজনের ভয়াবহ এই আগুনকে আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন। তবে অ্যামাজনের এই আগুন লাগার ঘটনায় ব্রাজিল প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দোষারোপ করা হচ্ছে।

যদিও ইতোমধ্যে আমাজনের আগুন নিয়ন্ত্রণে আনতে ব্রাজিলের সামরিক সেনারা মাঠে নামছে বলে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন।

এই বিষয়ে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেবাদো জানান, দেশটির প্রায় ৪৪ হাজার সেনা এই অনাকাঙ্ক্ষিত আগুন নেভাতে অ্যামাজন এলাকার ছয়টি রাজ্যে যাচ্ছেন। রাজ্যগুলো হলো- রুরাইমা, রন্দনিয়া, টোকানটিনস, প্যারা, অ্যাকর ও মাতো গ্রসো।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন'র এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরের তুলনায় ৮৫ ভাগ বেশি তীব্র আকারে পুড়ছে এই বন। শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের ফলে এ আগুন ক্রমশ আরও ছড়িয়ে পড়ছে।

উল্লেখ্য, পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন উৎপাদন হয় এই অ্যামাজন জঙ্গল থেকে। ২০০ মেট্রিক টন কার্বন ডাই অক্সাইড শোষণ অ্যামাজন। প্রায় ১৬,০০০ প্রজাতির কয়েক হাজার কোটি গাছ রয়েছে এ বনভূমিতে। এজন্য এই বনকে পৃথিবীর অক্সিজেন বলা হয়ে থাকে।

আরও পড়ুন: অ্যামাজনের আগুন নেভাতে মাঠে ব্রাজিলের সামরিক বাহিনী

আরও পড়ুন: দাবানলে পুড়ছে আমাজন!

আরও পড়ুন: পুড়ছে পৃথিবীর 'ফুসফুস' অ্যামাজন, বৃষ্টির প্রার্থনা

এ সম্পর্কিত আরও খবর