গাজায় আহতদের চিকিৎসা সহায়তা দেবে রেডক্রস

, আন্তর্জাতিক

Farah Tanjee | 2023-08-29 18:19:31

ইসরায়েলি বাহিনীগুলোর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে মারাত্মক আহতদের চিকিৎসার উদ্দেশ্যে ফিলিস্তিনের গাজায় দুটি সার্জিক্যাল টিম পাঠানো হচ্ছে বলে জানিয়েছে দ্য ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি)।

তাছাড়া, টিম পাঠানোর পাশাপাশি গাজা ভূখণ্ডের প্রধান হাসপাতালে একটি সার্জিক্যাল ইউনিটও স্থাপন করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা ত্রাণ সংস্থাটি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গাজার চিকিৎসা ব্যবস্থার ওপর পড়া অতিরিক্ত চাপ কিছুটা হলেও লাঘব করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জেনেভায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

গত ৩০ মার্চ থেকে গাজার ইসরায়েলি সীমান্ত বরাবর শুরু হওয়া ‘মার্চ অব রিটার্ন’বিক্ষোভে এ পর্যন্ত ১৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন আইসিআরসি-র মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিচালক রবার্ট মারদিনি।

ওই বিক্ষোভে এখন পর্যন্ত ১১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

 

 

এ সম্পর্কিত আরও খবর