স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে জোড়া সাপের উপর বসে পড়লেন এক নারী। সেই সাপের কামড়েই মৃত্যু হয় তার। ওই নারীর নাম গীতা।
বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতের গোরাখপুরের রাইনাভ নামক গ্রামে ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই নারীর স্বামী জায় সিং যাদব থাইল্যান্ড প্রবাসী। স্বামীর সঙ্গে কথা বলছিলেন গীতা। সে সময় একজোড়া সাপ তার ঘরের বিছানায় উঠে পড়ে। প্রিন্টেড বিছানার চাদর হওয়ায় যা বোঝা কষ্টসাধ্য ছিল।
কথা বলা অবস্থায় জোড়া সাপের উপর বসে পড়লে গীতা কামড়ের শিকার হয়। দ্রুত পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কামড়ের এক মিনিটের মাথায় তার মৃত্যু হয় বলে জানা যায়।
পরে হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসার পরও সাপগুলো বিছানার উপরই দেখতে পান। সঙ্গে সঙ্গে সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলা হয়।
ভেটেনারি বিশেষজ্ঞদের মতে, ওই নারী যখন সাপগুলোর উপরে বসেছিলেন, তখন সাপগুলো সঙ্গমরত ছিল।