দিল্লিতে জামদানি শাড়ির মেলা

ভারত, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:10:02

ভারতের দিল্লিতে বাংলাদেশের গর্ব জামদানি, মসলিন এবং অন্যান্য তাঁতের শাড়ির দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ মেলা অনুষ্ঠিত হয়।

ঢাকার দুটি জনপ্রিয় ফ্যাশন হাউসের মালিক মনতাশা আহমেদ ও নাসরিন জাহানের দর্শনীয় সংগ্রহে এ প্রদর্শনীর আয়োজন করেছিল নয়া দিল্লির অ্যাসোসিয়েশন ফ্যাশন ডিজাইনারস অফ বাংলাদেশ (এটিডিবি) এবং বাংলাদেশ হাই কমিশন (বিডিএইচসি) স্পাউজ ক্লাব।

দিল্লিতে জামদানি মেলা

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী হাইকমিশনের মৈত্রী হলে এ মেলার উদ্বোধন করেন।

দিল্লির শাড়ি প্রেমীদের জন্য বাংলাদেশি জামদানির উজ্জ্বল, বর্ণময় এবং গতিময় চিত্র দিয়ে পূর্ণ ছিল। প্রদর্শনীতে ছিল তাঁতের টুকরো টুকরো মাস্টার পিস। ২০১৩ সালে, ইউনেস্কো জামদানিকে ঐতিহ্যবাহী শিল্প ও মানবতার একটি স্বতন্ত্র সাংস্কৃতিক হিসেবে ঘোষণা করে এবং ২০১৬ সালে বাংলাদেশ জামদানি শাড়ির জিআই মর্যাদা লাভ করে।

দু'বছর আগেও এই জাতীয় মেলা দিল্লিতে আয়োজন করা হয়েছিল বলে হাইকমিশন থেকে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর