মধ্যপ্রাচ্যের তেল দরকার নেই আমেরিকার: ট্রাম্প

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 14:06:01

মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার দরকার নেই বলে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ সেপ্টেম্বর) স্থানী সময় সকালে এক টুইট বার্তায় তিনি একথা বলেন। তার ভাষ্য মতে,  দেশটি এখন নিজেদের চাহিদা মতো তেল উৎপাদন করছে। যার কারণে এখন আর তাদের মধ্যপ্রাচ্যের তেলের দরকার নেই।

কিন্তু, আমেরিকার সরকারি দফতরগুলো বলছে ভিন্ন কথা। তাদের হিসাব অনুযায়ী,  প্রতিদিন ১২ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। যেখানে তাদের চাহিদা ২০ ব্যারেলের। বাকি ৮ ব্যারেল তেল দেশটি কানাডা এবং মধ্যেপ্রাচ্যে থেকে আমদানি করে।

এদিকে ওই দিনেই আটলান্টিক কাউন্সিল গ্লোবাল এনার্জি সেন্টারের কর্মকর্তা জ্যান-ফ্রাঙ্কোয়েস সেজন সাংবাদিকদের কাছে তেল আমদানি করার কথা স্বীকার করেন।

এনার্জি সেন্টারের আরেক কর্মকর্তা ফিলিপ করনেল ট্রাম্পের এমন বক্তব্যকে 'বোকামি' বলে মন্তব্য করেছেন।

সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলার চারদিন পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।

সৌদি আরবে শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রাষ্ট্রমালিকানাধীন তেল সংস্থা আরামকোর দুটি স্থাপনায় ড্রোন হামলা হয়। হামলার পরপরই দুটি কেন্দ্রে ভয়াবহ আগুন ধরে যায়। হামলায় কেউ হতাহত হননি।

হামলার দায় স্বীকার করেছে ইরানপন্থী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এই দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্র। হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। ইরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর