সামুদ্রিক প্রাণীর আঘাতে ডুবে গেল রাশিয়ান নৌবাহিনীর নৌকা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:43:27

সামুদ্রিক প্রাণী ওয়ারলাসের (সিন্ধুঘোটক) আঘাতে ডুবে গেছে রাশিয়ান নৌবাহিনীর একটি নৌকা। গত সপ্তাহে আর্কটিক তথা দক্ষিণ মহাসাগরে ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ সম্পর্কে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই সোইগু বলেন, 'আর্কটিক মহাসাগরের কেপজেলারের উপকূলে নৌকাযোগে নৌবাহিনীর গবেষকরা পৌঁছালে একটি ওয়ারলাস (সিন্ধুঘোটক) নৌকাটিকে আঘাত করে এবং এতেই দুর্ঘটনা ঘটে।'

প্রাণীটি তার বাচ্চাদের রক্ষা করতে এই হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

নৌকাটিতে থাকা সবাই রাশিয়ান ভৌগলিক সোসাইটি (আরজিও) এবং রাশিয়ার নৌ বাহিনীর সদস্য বলে জানা যায়। আরজিও কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নৌকাটি ডুবে গেছে। তবে সবাই নিরাপদে উপকূলে পৌঁছেছে।

তাদের দাবি, বন্যপ্রাণী, ঝড়, নিম্ন তাপমাত্রার সম্মুখীন হবে বলে আগে থেকেই জানতেন তারা। এই যৌথ গবেষণায় অঞ্চলটির উদ্ভিদ এবং প্রাণীজগতের পাশাপাশি হিমবাহ-তাত্ত্বিক পর্যবেক্ষণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর