জাপানে ধেয়ে আসছে শক্তিশালী ‘হাগিবিস’ টাইফুন

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 23:59:29

জাপানে শক্তিশালী টাইফুন হাগিবিস ধেয়ে আসার প্রভাবে বিগত ৬০ বছরের মাঝে সবচেয়ে বেশি ও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে সেখানে।

দেশটির আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ১৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইছে এবং আশঙ্কা করা হচ্ছে, শক্তিশালী এই টাইফুনের আঘাতে বন্যা ও ভূমিধসও দেখা দিতে পারে।

শনিবার (১২ অক্টোবর) দেশটির সবচেয়ে জনবসতিপূর্ণ দ্বীপ হোনশুতে এ টাইফুন আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতোমধ্যে নিকটবর্তী স্থানে বহু দোকানপাট, কলকারখানার কাজ বন্ধ হওয়ার পাশাপাশি বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচলও। নিরাপত্তার খাতিরে ঝুঁকিপূর্ণ এলাকা ও টাইফুনের কবলে পড়ার আশঙ্কাযুক্ত স্থান থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, দেশটিতে ১৯৫৮ সালে হানা কানোগাওয়া টাইফুনের পর হাগিবিসই সবচেয়ে বড় ও শক্তিশালী টাইফুন হতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। শক্তিশালী কানোগাওয়া টাইফুনে বারোশ’র বেশি মানুষ নিহত ও নিখোঁজ হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর