দক্ষিণ কোরিয়ার হোটেল-ভবন ধবংস করার নির্দেশ দিলেন কিম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 03:45:20

পর্যটন এলাকায় দক্ষিণ কোরিয়ার সকল হোটেল ও ভবনগুলো ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

মাউন্ট কুমগাং এলাকায় দক্ষিণ কোরিয়ার স্থাপনাগুলোকে দুর্যোগপূর্ণ এলাকার অস্থায়ী তাঁবুর মতো উল্লেখ করেছে কিম।

বুধবার (২৩ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। রিসোর্টটি এর আগে আন্ত-কোরিয়ান সহায়তার প্রতীক হিসেবে প্রশংসিত হয়েছিল।

কিন্তু ওই ট্যুরিস্ট এলাকা পরিদর্শনের পর কিম বলেন, 'এখানে সিউলের কোনো কর্তৃত্ব না থাকায় ভালো। এখানে উত্তর কোরিয়ার কর্তৃত্ব বজায় থাকুক।'

মাউন্ট কুমগাং হলো উত্তর কোরিয়ার উত্তরাঞ্চলের একটি এলাকা। সেখানে দক্ষিণ কোরিয়ার কয়েকটি প্রতিষ্ঠান ১৯৯০ সালে এই রিসোর্ট স্থাপন করে।

এখানে নিয়মানুযায়ী দক্ষিণ কোরিয়ার পর্যটকদের ভ্রমণের অনুমতি রয়েছে। সেক্ষেত্রে কঠোর নিরাপত্তা নিতে হয় তাদের। এদিকে এই অঞ্চলে ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার এক নারী পর্যটক উত্তর কোরিয়ার নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর