জাপানে ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের হীরা চুরি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 11:31:50

জাপানে ৫০ ক্যারেটের একটি হীরা চুরি হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১৮ লাখ মার্কিন ডলার। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইয়োকোহামা শহর থেকে হীরাটি চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

এ বিষয়ে শুক্রবার ইয়োকোহামা শহরের পুলিশের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফফিকে বলেন, হীরাটি গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চুরি হয়েছে। স্থানীয় মুদ্রায় যার দাম দুইশ মিলিয়ন ইয়েন। ধারণা করা হচ্ছে প্রদর্শনী থেকে হীরাটি চুরি হয়েছে।

হীরাটি চুরি হওয়ার তিন দিন আগেই প্রদর্শনীর জন্য ইয়োকোহামা শহরে আনা হয়। আর এই প্রদর্শনীতে জাপান, রাশিয়া, চীন এবং অন্যান্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানও অংশ নেয় বলে জানা যায়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকের তথ্য মতে, প্রদর্শনীর জন্য ব্যবহৃত গ্লাসটিতে হীরা না দেখার পর এক কর্মচারী বুঝতে পারে যে হীরাটি চুরি হয়ে গেছে। তবে প্রদর্শনের জন্য থাকা অন্য কিছু চুরি হয়নি।

হীরাটি উদ্ধারে এখন পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর