কুমিরের মুখ থেকে বান্ধবীকে উদ্ধার করল কিশোরী

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 16:35:52

বাড়ির কাছে একটি জলাশয়ে সাঁতার কাটছিল লাতয়ে মুয়ানি (৯)। আর এমন সময় আক্রমণ করে একটি কুমির। কামড় দেয় মুয়ানির পায়ে এবং টেনে নিচের দিকে নিয়ে যেতে থাকে।

এ সময় তার চিৎকারে জলাশয়ে লাফ দিলেন পাড়ে থাকা বান্ধবী রেবেকা মুনকোম্বে (১১)। উদ্দেশ্য বান্ধবীকে বাঁচানো। এরপর কুমিরের পিঠে চেপে আঙ্গুল ঢুকিয়ে দিল কুমিরের চোখে। আর তাতেই কুপোকাত কুমির। মুয়ানিকে ছেড়ে দিল কুমিরটি। আর এই সুযোগে দ্রুত বান্ধবীকে নিয়ে পানির ওপরে উঠে আসল রেবেকা।

এমন ঘটনা ঘটেছে জিম্বাবুয়ের উত্তর-পশ্চিম অঞ্চলের হাঞ্জি শহরে। ঘটনাটি প্রকাশ পেয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম সানডে নিউজে।

এ বিষয়ে রেবেকা বলেন, 'আমরা পানি থেকে ওঠার পর তার চিৎকার শুনতে পায়। মুয়ানি বলছিল, তার পায়ে কেউ কামড়াচ্ছে। আর আমি কামড়ানো প্রাণির ওপর ঝাঁপিয়ে পড়ি এবং চোখে আমার আঙুল দিয়ে আঘাত করি।'

মুয়ানিকে ভাগ্যবান উল্লেখ করে তার বাবা বলেন, 'বেঁচে ফিরে আসা ছিল অলৌকিক। আমি এর জন্য ঈশ্বরের নিকট কৃতজ্ঞ।'

এ সম্পর্কিত আরও খবর