ব্রেক্সিট: ব্রিটিশ পার্লামেন্টে আগাম নির্বাচনের প্রস্তাব ফের প্রত্যাখ্যান

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-19 12:40:28

প্রধানমন্ত্রী বরিস জনসনের আনা ১২ ডিসেম্বরের নির্বাচনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ এমপিরা। এর আগেও তিনি কয়েকবার আগাম নির্বাচানের জন্য চেষ্টা চলিয়ে ব্যর্থ হন।

প্রধানমন্ত্রী এখন এমন একটি বিল প্রকাশ করবেন যা পাস করার জন্য কেবল একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠের প্রয়োজন হবে, যা পূর্বের চেষ্টাগুলোর প্রয়োজন হিসেবে দুই তৃতীয়াংশ নয়। তবে এটি পাস করার জন্য তার এখনো লিব ডেমস এবং এসএনপির সমর্থন প্রয়োজন।

জনসন সংসদ সদস্যদের বলেছিলেন, `সংসদটি অকার্যকর এবং এই দেশকে আর জিম্মি রাখা যাবে না।’

সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আগাম নির্বাচনের প্রস্তাবের পক্ষে ২৯৯টি ভোট পড়েছে এবং বিপক্ষে ভোট পড়েছে ৭০টি। যা প্রয়োজনীয় ভোটের সংখ্যার তুলনায় অনেক কম।

ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি তাড়াতাড়ি নির্বাচন পেতে তার প্রয়াস অব্যাহত রাখবেন।

এমপিদের বলেছেন, বর্তমান অচলাবস্থা ভেঙে যেতে হবে। এককভাবে অথবা অন্য কোনো ভাবে।

বরিস জনসন যে নতুন আইন প্রস্তাব করছেন, তা অনুমোদনের জন্য নিম্ন প্রান্তিকের প্রয়োজন হবে। এছাড়া লিবারেল ডেমোক্র্যাটস এবং এসএনপি প্রস্তাব দিয়েছে যে, তারা এটি সমর্থন জানাতে পারে। তবে তারিখ নিয়ে বিতর্ক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর