৩৬ বছর খোঁজ করে পেলেন মাকে

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 23:24:44

মা হলো পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এ জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহম লিংকন বলেছেন, 'যার মা আছে, সে কখনোই গরিব নয়'।

আর এজন্যই নিজের মাকে ৩৬ বছর ধরে খুঁজে বেড়িয়েছেন আরব আমিরাতের এক নারী। লম্বা সময় খোঁজ করে অবশেষে মাকে খুঁজে পেলেন মরিয়াম আব্দুল রহমান আল সাহেলি নামের ওই নারী।

মরিয়াম বলেন, 'ঘটনার শুরু ১৯৮০ দিকে। বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে মা ভারতে চলে যান। আর সেই থেকে মাকে আর দেখতে পাইনি। বাবা অনেক আদর যত্নে আমাকে বড় করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কয়েক বছর পর বাবাকেও হারালাম। এরপর থেকেই নিজের মাকে খুঁজতে বের হয়েছি।'

মাকে পাওয়ার বিষয়ে তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে খুঁজে আসার পরও ব্যর্থ হয়ে আসছিলাম। অবশেষে মাকে খুঁজতে ভারতের কয়েকটি পত্রিকার শরণাপন্ন হই। কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপন দেই।'

বিজ্ঞাপনে পরিচয় উল্লেখ করে লেখা হয়, 'যে আমার মাকে চিনবেন সে যেন আমাকে জানায়'।

আর তাতেই ভাগ্য খোলে মরিয়ামের। অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে নিজের গর্ভধারিণী মাকে খুঁজে পান মরিয়াম। নিজের পাসপোর্ট এবং তার মায়ের পাসপোর্ট মিলিয়ে নিশ্চিত হন মা সম্পর্কে।

তবে মরিয়াম শুধু তার মাকে পাননি, সঙ্গে পেয়েছেন একটি ছোট বোনও। তার মায়ের তথ্য মতে, আরব আমিরাত থেকে চলে আসার সময় তিনি গর্ভবতী ছিলেন

এ সম্পর্কিত আরও খবর