মিসরে আরো তিন মাসের জরুরি অবস্থা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 01:51:19

সম্প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় মিসরের তিন মাসের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা বাড়ানো হয়েছে। 
 
আগামী ১৪ জুলাই থেকে এই বর্ধিত জরুরি অবস্থা কার্যকর হবে। দেশটির সংসদ রোববার এই অনুমোদন দিয়েছে।
 
২০১৭ সালে দু'টি গির্জায় ব্যাপক বোমা হামলার ঘটানা ঘটেছিল। সেসময় ঐ হমালায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়। তখন থেকে দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। 
 
গত এপ্রিল মাসে সবশেষ জরুরি অবস্থা বাড়ানো হয়।
 
মিসরের উত্তর সিনাই প্রদেশকে আইএস এর ঘাঁটি হিসেবে চিহ্নিত করা হয়।  গত কয়েক বছরে সেখানে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। 
 
এছাড়া লিবিয়া সীমান্তে পশ্চিমা মরুভূমিতে সক্রিয় অন্যান্য ইসলামপন্থীরাও নিরাপত্তা বাহিনীর উপর প্রায়শই আক্রমণ করে থাকে।

এ সম্পর্কিত আরও খবর