ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তিন ইউরোপীয় দেশের উদ্বেগ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 21:34:56

পরমাণু সমঝোতা বাস্তবায়ন সম্পর্কিত ইরানের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

সোমবার (১১ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ উদ্বেগ প্রকাশ করেন বলে খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম পার্স টুডে।

এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ফের শুরু করায় পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে।

সমঝোতায় স্বাক্ষরকারী অন্যান্য দেশগুলোকেও পরমাণু সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, পরমাণু সমঝোতার সঙ্গে সাংঘর্ষিক, এমন কোন পদক্ষেপ নেয়া থেকে তেহরানকে বিরত থাকতে হবে।

এর আগে ২০১৮ সালের মে'তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়। কিন্তু তখন এসব ইউরোপীয় দেশগুলো নিশ্চুপ ছিল। ইরানকে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি এই ইউরোপীয় দেশগুলোও রাখতে পারেনি।

সমঝোতা স্বাক্ষরের পর বন্ধ করা ফোরদু পরমাণু স্থাপনায় ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু করেছে। আমেরিকা ও ইউরোপের সমঝোতা ভাঙায় ইরান চাইছে তাদের পরমাণু শক্তি বাড়াতে।

এ সম্পর্কিত আরও খবর