অভিশংসন তদন্ত: সাক্ষীকে হুমকি দিলেন ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 22:45:36

জনসম্মুখে চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন তদন্ত। আর এই তদন্তে সাক্ষ্য দিচ্ছেন অনেকে। তার মধ্যে অন্যতম ইউক্রেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মেরি যোভানোভিচক। শুক্রবার (১৫ নভেম্বর) সাক্ষ্য দেন তিনি। আর সাক্ষ্যগ্রহণ চলাকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেরি যোভানোভিচকে টুইটারে হুমকিও দিয়েছেন।

ট্রাম্প টুইট বার্তায় বলেন, যেখানেই মেরি যোভানোভিচক যান, সেখানকার সবকিছু খারাপ হয়ে যায়। সোমালিয়া দিয়ে তার শুরু, কী হল সেখানে?

ট্রাম্পের এই টুইটকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেছেন যোভানোভিচক।

সাক্ষ্য গ্রহণের সময় যোভানোভিচক তাকে অপসারণের জন্য ট্রাম্প প্রশাসনকে দোষারোপ করেন। তিনি বলেন, 'প্রেসিডেন্ট যা করার চেষ্টা করছেন সে বিষয়ে আমি তার সঙ্গে কথা বলতে পারি না, কিন্তু আমি মনে করি এর প্রভাব ভয়ঙ্কর হতে পারে। তিনি আরও বলেন, 'আমি ইউক্রেনে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছিলাম, হঠাৎ করে ট্রাম্প প্রশাসন আমাকে আমার পদ থেকে সরিয়ে দিল।'

তবে এক সংবাদ সম্মেলনে যোভানোভিচকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ট্রাম্প। এ সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'আমার কথা বলার অধিকার রয়েছে। অন্যান্য লোকের মতোই আমারও বাক স্বাধীনতা রয়েছে।' তিনি আরও বলেন, 'আমি অভিশংসনের শুনানির অংশ দেখেছি এবং এটিকে চরম অসম্মান বলে বিবেচনা করছি।'

এ দিকে ট্রাম্পের টুইটের প্রতিক্রিয়ায় অভিশংসন কমিটির সদস্য ডেমোক্র্যাটিক প্রতিনিধি এরিক সোয়ালওয়েল সাংবাদিকদের বলেছেন, 'ট্রাম্পের এই টুইট বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। হুমকি দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের একটি পৃথক নিবন্ধনের বিষয় বিবেচনা করা যেতে পারে।'

উল্লেখ্য, গত সপ্তাহের বুধবার (১৩ নভেম্বর) থেকে জনসম্মুখে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলছে। ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্রেট নেতা জো বাইদেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চালানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেওয়ার অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত চলছে। কিন্তু চাপ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প।

আরও পড়ুন: অভিশংসন ইস্যুতে ট্রাম্পের ‘ঘুষ লেনদেন’ ফাঁস করলেন পেলোসি

যুক্তরাষ্ট্রের অভিশংসন ইস্যু ও ট্রাম্প

অভিশংসন ইস্যু: আলোচিত নাম ন্যান্সি পেলোসি

কেন ট্রাম্পের বিরুদ্ধে এই অভিশংসন, পরিণতি কী?

এ সম্পর্কিত আরও খবর