অভিশংসন ইস্যু: আলোচিত নাম ন্যান্সি পেলোসি

  • ফাতিমা তুজ জোহরা, আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্পিকার ন্যান্সি পেলোসি, ছবি: সংগৃহীত

স্পিকার ন্যান্সি পেলোসি, ছবি: সংগৃহীত

সম্প্রতি অভিশংসন ইস্যুতে ট্রাম্পের নামের সঙ্গে অপর যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটি হল ন্যান্সি পেলোসি। ট্রাম্পের এহেন কর্মকাণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অন্যান্য নেতারা যখন মুখে কুলুপ এটে বসেছিলেন তখন মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার কাজ শুরু করেন।

এর আগে ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের নেতৃত্বে ইরাক যুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়ে আলোচিত হয়েছিলেন ন্যান্সি পেলোসি। তৎকালীন সময়ে সামাজিক নিরাপত্তা বিধানে কার্যকরী ভূমিকা রেখে প্রশংসিত হন তিনি। 

বিজ্ঞাপন

২০১৯ সালের জানুয়ারিতে ডেমোক্রেটিক দলের ন্যান্সি পেলোসি মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার হিসেবে মনোনীত হন। এ পদে আসীনব্যক্তি যুক্তরাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। ৭৮ বছর বয়সী ন্যান্সি পেলোসি ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাট।  হাউজ অব রিপ্রেজেন্টেটিভ্‌স এর ৫২তম স্পিকার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র মহিলা যিনি স্পিকার হিসেবে কাজ করেছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি একমাত্র মহিলা স্পিকার

এদিকে ন্যান্সি পেলোসি ডেমোক্রেটিক দলের প্রতিনিধি হওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট প্রক্রিয়া কিছুটা বিরূপ পরিস্থিতিতে পড়তে পারে বলে ধারণা করেছিলেন রিপাবলিক দলের প্রতিনিধিরা। তবে জল এত দূর গড়াবে সেটা হয়ত ট্রাম্প নিজেও বুঝতে পারেননি। যখন পরবর্তী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরগরম হতে শুরু করেছে ঠিক এমন সময়ই বেশ বড় ধাক্কা খেল ট্রাম্প।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরুর ঘোষণা দেয়ার কয়েকদিন পরই ন্যান্সি পেলোসি বলেন, ২০২০ সালের প্রতিনিধি পরিষদ নির্বাচনে ডেমোক্রাটরা যদি হেরে যায় তাহলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা লাভজনক হবে। আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে আমেরিকার সংবিধানকে রক্ষা করা। জনগণ বলে এটা করতে আপনাদেরকে রাজনৈতিক ঝুঁকি নিতে হবে। সেটি কোনো বিষয় নয় কারণ আমাদের দেশে এমন কোনো প্রেসিডেন্ট থাকা উচিত নয় যিনি তার শপথকে ক্ষুণ্নু করবেন। প্রেসিডেন্ট আমাদের দেশের নির্বাচন ব্যবস্থাকে খর্ব করেছেন।

ন্যান্সি’র করা এমন মন্তব্যের পর অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তিনি একক অবস্থান থেকে নিজের সর্বোচ্চ ক্ষমতার প্রয়োগ করেছেন। যেখানে তার উদ্দেশ্য ছিল একেবারেই পরিষ্কার। আইনের দৃষ্টিতে সব অপরাধী সমান। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে গিয়েও নিজের অবস্থান থেকে জানান দিয়েছেন অপরাধী কেবল একজন অপরাধী।

আরও পুড়ন: যুক্তরাষ্ট্রের অভিশংসন ইস্যু ও ট্রাম্প