নারী ছাড়াই নারীবাদের আলোচনার প্যানেল!

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 01:19:25

পাকিস্তানের আর্টস কাউন্সিল নারীবাদ নিয়ে এক আলোচনা অনুষ্ঠান নিয়ে বিক্ষোভের মুখে পড়েছে। করাচিতে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানের আলোচ্য ইস্যু- নারীবাদ। কিন্তু আলোচনায় আয়োজক কর্তৃপক্ষ রাখেননি একজন নারীকেও। তবে, আলোচনার সঞ্চালক হিসেবে রেখেছে ইলেক্ট্রনিক মিডিয়া ও এসথেটিক কমিটির প্রধান উজমা আল-করিমকে।

নারীকে ছাড়াই নারীবাদের আলোচনা! এমনটি মেনে নিতে পারেননি দেশটির নারীবাদী কর্মীরা। আয়োজকদের অবিবেচক সিদ্ধান্তে জোরে-সোড়ে প্রতিবাদ চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাস্তায় বিক্ষোভে নামেন অনেক নারী।

পরিস্থিতি যখন এমন, তখন পাকিস্তান আর্টস কাউন্সিল কর্তৃপক্ষ আলোচক প্যানেলে আনলেন পরিবর্তন। অবশেষে যোগ করলেন দুই নারী আলোচক। এমনকি আলোচনার শিরোনামও পরিবর্তন করা হয়েছে। আগে আলোচনার শিরোনাম ছিলো ‘ফেমিনিজম: দ্য অদার পারসপেকটিভ’ (নারীবাদ: অন্য দৃষ্টিভঙ্গি)। পরিবর্তিত শিরোনাম হচ্ছে, ‘আন্ডারস্ট্যানডিং ফেমিনিজম’ (নারীবাদকে বোঝা)।

পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে করাচির একটি অডিটোরিয়ামে হবে এ আলোচনা।

এ সম্পর্কিত আরও খবর