হংকংয়ে জয়ের দ্বারপ্রান্তে গণতন্ত্রকামীরা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 13:27:09

হংকংয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি।

দেশটির সংবাদপত্র সাউথ চাইনা মর্নিংয়ের দেওয়া তথ্য মতে, এখন পর্যন্ত ৪৫২টি আসনের মধ্যে গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা পেয়েছে ৩৩৩টি আসন। অন্যদিকে চীনাপন্থীরা পেয়েছে মাত্র ৫২টি আসন। চার বছর আগের নির্বাচনে গণতন্ত্রকামীরা শুধুমাত্র ১০০টি আসন পেয়েছিল।

রোববার (২৪ নভেম্বর) উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে চীন বিরোধী চলমান আন্দোলনের মধ্যে নির্বাচনে কোন প্রকার ব্যাঘাত ঘটেনি। নির্বাচনে ১৮টি ডিস্ট্রিক্টে ৪৫২টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেকর্ড পরিমাণ ১১০৪জন প্রার্থী।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য মতে, এ নির্বাচনে প্রায় ২৯ লাখ ভোটার ভোট দিয়েছেন, যা মোট ভোটারের ৭১ শতাংশ। এর আগে ২০১৫ সালের নির্বাচনে মাত্র ৪৭ শতাংশ ভোট পড়েছিল।

হংকংয়ে কয়েক মাসের অশান্তি, বিক্ষোভ ও সংঘর্ষের পরে সরকারের সমর্থনের পরীক্ষা হিসাবে দেখা হয়েছিল এ নির্বাচনকে।

নির্বাচনে পরাজয়ের পর বেইজিংপন্থী আইন প্রণেতা জুনিয়াস হো বলেন, 'স্বর্গ ও পৃথিবী উল্টো হয়ে গেছে।'

আর ভোটদানের সময় হংকংয়ের প্রধান ক্যারি লাম বলেন, 'অত্যন্ত কঠিন সময়ে এ নির্বাচনটি অনুষ্ঠিত হল। তবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ায় আমি খুশি।' পরাজয়ের মুখে তিনি আরও বলেন, 'সর্বশেষ দশকের মধ্যে সবচেয়ে খারাপ রাজনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে হংকং।'

এদিকে নির্বাচনে জয়ী হয়ে আনন্দ প্রকাশ করছে গণতন্ত্রকামীরা। টমি চিউং নামের এক গণতন্ত্রকামী নেতা বলেন, এটিই গণতন্ত্রের শক্তি ও গণতান্ত্রিক সুনামি।

হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিলরদের কাছে তেমন কোন ক্ষমতা থাকে না। তারা শুধুমাত্র স্থানীয় ব্যবস্থা যেমন বাস রুট ও আবর্জনা সংগ্রহের বিষয়গুলো দেখাশুনা করেন। তবে এ নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্রকামীরা চীনা সরকারকে একটি কঠোর বার্তা দিতে চাই।

এদিকে নির্বাচনে যেই জিতুক না কেন, হংকং চীনের একটি অংশ থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

এ সম্পর্কিত আরও খবর